ভোট বাজারে ছবি যুদ্ধ মোদি বনাম দিদি

2nd February 2021 11:54 am হুগলী
ভোট বাজারে ছবি যুদ্ধ মোদি বনাম দিদি


নিজস্ব সংবাদদাতা ( হুগলী ) : দরজায় কড়া নাড়ছে বিধানসভা ভোট । পরিবর্তন নাকি প্রত‍্যাবর্তন তা নিয়ে উত্তপ্ত হচ্ছে ভোটবাজার । শাসক বিরোধী উভয়পক্ষ ই কোমড় বেঁধে মাঠে নেমে পড়েছেন । উন্নয়ন নাকি উন্নয়নের নামে ভাঁওতা তা নিয়ে চর্চা চলছে রাজ‍্য জুড়ে । এর ই মধ‍্যে ছবিযুদ্ধ এর আয়োজন করলো হুগলীর শেওড়াফুলি মন্ডলের বিজেপি কর্মীরা । স্টেশন সংলগ্ন পার্কে চলছে ছবির প্রদর্শনী । ১২ ঘন্টার এই প্রদর্শনীতে প্রধানমন্ত্রীর ৬ বছর ও রাজ‍্যের মুখ‍্যমন্ত্রীর ১০ বছরের কাজ এর খতিয়ান তুলে ধরা হয়েছে । বিজেপির অভিযোগ , বিগত ১০ বছরে উন্নয়নের নামে ভাঁওতা দেওয়া হয়েছে । রাজ‍্যে শিল্প নেই । শিল্প তাড়িয়ে চোলাই মদ এর শিল্প করা হয়েছে । ২০ টাকা পাউচে বিক্রি করা হচ্ছে মদ । কেন্দ্রের প্রকল্পের নাম পরিবর্তন করে নিজের নামে ব‍্যবহার করছে রাজ‍্য বলে অভিযোগ । জেলায় জেলায় খুন , জখম , মারপিট চলছে । বিরোধী রাজনৈতিক দল করলেই মিথ‍্যা কেসে পুলিশকে ব‍্যবহার করে ফাঁসানো হচ্ছে । সেই সমস্ত ঘটনার চিত্রায়ণ করে তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে । পথ চলতি মানুষ সহ শিশুদের বিনামূল‍্যে দুধ ও খাওয়ালেন বিজেপি কর্মীরা । যদিও এই সমস্ত কর্মসূচীকে নাটক বলে কটাক্ষ তৃণমূলের । রাজ‍্য জুড়ে প্রচুর প্রকল্প চলছে । বিজেপির কর্মী সহ তাদের পরিবার ও সব সুফল ভোগ করছে । স্বাস্থ‍্য সাথীর বিরোধীতা করছে আবার নিজেরাই সেই কার্ড তৈরীর জন‍্য লাইন দিচ্ছে । বিজেপি ধর্মের নামে ভাগ করতে চাইছে । বিভেদ তৈরি করছে মানুষের মধ‍্যে । ঠান্ডায় কৃষকরা আন্দোলন করছে সেই কৃষকদের অত‍্যাচার করছে , দমন করছে পুলিশ দিয়ে । বিজেপির মুখে উন্নয়নের কথা মানায় না বলে দাবী তৃণমূলের । যত ই কুৎসা করুক নবান্নে দিদি ই আসছে আবার সেটা শুধু সময়ের অপেক্ষা বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব ।





Others News

নিম্মচাপের জেরে অতিবৃষ্টি : হুগলী জেলায় ব‍্যাপক ক্ষতি চাষে

নিম্মচাপের জেরে অতিবৃষ্টি : হুগলী জেলায় ব‍্যাপক ক্ষতি চাষে


সুজিত গৌড় ( হুগলী ) :  নিম্ন চাপের জেরে শনিবার থেকে অকাল বৃষ্টিতে মাথায় হাত চাষীদের।
জেলায় আলু চাষে ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যাবে কয়েক লক্ষ টাকার উপর বলে দাবি চাষীদের। ধান জমিতে যেমন ক্ষতির পাশাপাশি হুগলী জেলা জুড়ে ব্যাপক ক্ষতি এবার আলু চাষে। চলতি বছরে বার বার নিম্নচাপ  চাপের জেরে যেভাবে ধান চাষ পিছিয়ে ছিল ঠিক আলু চাষও পিছিয়ে ছিল প্রায় পনোর দিন। তবে গত শুক্রবার পযন্ত হুগলী জেলায় প্রায় ৩০ শতাংশ জমিতে বসানো হয়ে গিয়েছিল আলু এবং ৬০ শতাংশ জমি আলু চাষ উপযোগী করে তুলে ছিলেন চাষীরা। ধান চাষের মত আলু চাষের শুরুতে এবার কাল হয়ে উঠলো অকাল বৃষ্টি। অকাল বৃষ্টির ফলে যে সব জমিতে ইতি মধ্যেই আলু বসানো হয়ে গিয়েছিল, সেই সব জমিতে জল জমে থৈ থৈ করছে। ফলে জমিতে বসানো সমস্ত আলু বীজ পচে নষ্ট হতে বসেছে।  কারণ আলু বসানোর পর অন্তত পনেরো থেকে কুড়ি দিন কোনো জলের প্রয়োজন পরে না আলু চাষের ক্ষত্রে।
এ বছর এক বিঘা জমিতে চাষ উপযোগী করে আলু বসানো পযন্ত চাষীদের খরচ পড়েছে প্রায় পনেরো হাজার টাকা অন্যদিকে আলু বসানোর আগে পর্যন্ত  এক বিঘা জমিকে  চাষ উপযোগী করে তুলতে খরচ পড়েছে প্রায় সাত হাজার টাকা। অর্থাৎ ইতি মধ্যে নিম্ন চাপের জেরে অকাল বর্ষণে হুগলী জেলার ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে লক্ষ  লক্ষ টাকার উপর। জেলায় আলু চাষের জমির পরিমান ৯০ হাজার হেক্টর জমি। সেমবার সকাল থেকেই  আলু জমি থেকে জল বের করে আলু বীজ বাঁচানোর মরিয়া চেষ্টা করছেন চাষীরা। চাষীদের দাবি অকাল বর্ষণে একেবারে সর্বস্বান্ত  হয়ে পড়েছে। আবার নতুন করে আলু বসানো বা জমি তৈরি করে আবার আলু বসানো অনেকের পক্ষেই আর সম্ভব হবে না।
অন্যদিকে আবহাওয়া উপযোগী হলে পুনরায় জমি আলু চাষের উপযোগী করে আলু বসাতে সময় লাগতে পারে পনেরো থেকে কুড়ি দিন। ফলে আলু চাষে ফলন যেমন কমবে খাবার আলুর জোগানেও পড়বে টান। আগামী দিনে ধানের ক্ষতির ফলে যেমন  চালের যোগান টান পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।  ঠিক তেমনি আগামী দিনে খাবার আলুর জোগানেও টান পড়বে বলে মত চাষীদের।